একাই বাস সরিয়ে আহতদের সেবা দিলেন এক নারী পুলিশ কমর্কর্তা

একাই সরালেন নিয়ন্ত্রণহীন বাস, আহতদের সেবাও দিলেন নিজ হাতে। একজন নারী পুলিশ কমর্কর্তার কথা বলছি। গতকাল মহাখালী ফ্লাইওভারের নিচে ভিআইপি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কয়েকটি গাড়িকে প্রচণ্ডবেগে ধাক্কা দেয়। এতে অন্তত ৮-১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশের নারী কর্মকর্তা পপি এগিয়ে আসেন, তিনি নিজে ড্রাইভ করে বাসটিকে সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। আহতদের নিজ হাতে সেবা দিতে থাকেন। পুলিশ কর্মকর্তা পপির এই কর্মকাণ্ড সেখানে উপস্থিত থাকা কয়েকজন মোবাইল ফোনের মাধ্যমে ধারণ করেন।

সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো ছড়িয়ে পড়ার পর ওই পুলিশ কর্মকর্তার এই কাজকে স্বাগত জানিয়েছেন অনেকেই । অনেকের মতে পুলিশের ‘খারাপ কাজ’ গুলোই সামনে আসে, পুলিশের দোষারোপ করা হয় কিন্তু ভালো কাজকে কেউ সম্মান জানায় না।

পুলিশ কর্মকর্তা পপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়  অনেকে বন্দনা করছেন। তাঁরা মনে করছেন পুলিশের ভালো কাজগুলোও প্রচার পাওয়া দরকার।