বান্দরবানে বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায়, আটক- ১
বান্দরবান সদর উপজেলার বাকীছড়া তুংখ্যং পাড়া বৌদ্ধ বিহারের ভিক্ষু মংথুই সাংকে (নাইন্দা ভিক্ষু) হত্যা ঘটনায় ম্রায়থোই (সবিদা ভিক্ষু) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে বাকীছড়া তুংখ্যং পাড়ার পাশে ৩নং রাবার বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত।
তিনি জানান- ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় বৌদ্ধ বিহারের রান্না ঘরে কাজ করার সময় বিক্ষু মংথুই সাংয়ের মাথায় আরেক ভিক্ষু ম্রায়থোই (সবিদা ভিক্ষু) ধারালো দা একাধিক কোপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। কিন্তু ওই সময় ভিক্ষু ম্রায়থোই পালিয়ে যাওয়ার কারণে তাকে গ্রেফতার করা যায়নি। পরে স্থানীয়দের সহায়তায় বাকীছড়া তুংখ্যং পাড়ার পার্শ্ববর্তী এলাকার ৩নং রাবার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ‘বিক্ষু ম্রায়থোই হত্যার কথা স্বীকার করেছে। তার স্বীকারোক্তী অনুযায়ী হত্যার সময় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।
সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি