সৌদি জোটের বিমানবাহিনীর হামলা, নিহত ২০ 

আবারও ইয়েমেনে হামলা চালিয়েছে সৌদি জোটের বিমানবাহিনী। এ হামলায় এক বিয়ের অনুষ্ঠানে অন্তত ২০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু বলে জানা গেছে। ইয়েমেনের স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এটি এক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো সাধারণ নাগরিকদের ওপর বিমান হামলা।

এ ব্যাপারে সংবাদ সংস্থা এপিকে স্বাস্থ্য কর্মকর্তা খালেদ আল-নাধরি জানিয়েছেন, বনি কায়েস জেলার এক বিয়ের অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষদের ওপর এ হামলায় নিহতদের অধিকাংশই নারী ও শিশু। তিনি জানান, এ হামলায় বিয়ের কনেও নিহত হয়েছেন।

অন্যদিকে জমহুরি হাসপাতালের প্রধান মোহাম্মেদ আল-সামালি জানাচ্ছেন, বিয়ের বরসহ অন্তত ৪৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য রক্তদানের জন্য স্থানীয়দের প্রতি আহবান করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া হাসপাতালের উপ-প্রধান আলি নাসের আল-আজিব জানিয়েছেন, আহতদের মধ্যে ৩০ জন শিশুও রয়েছে। বোমার খ-াংশে তাদের দেহের ভেতরে আটকে গেছে।