মহাখালীতে অগ্রদূত বাস আটকে দিল শিক্ষার্থীরা
মঙ্গলবার দুপুরে রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীর কাছ থেকে হাফ ভাড়া না নিয়ে পুরো ভাড়া নেয়ায় ও খারাপ আচরণ করায় শিক্ষার্থীরা বেশ কয়েকটি অগ্রদূত বাস আটকে দিয়েছে। প্রত্যক্ষদর্শী সাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী জানান, দুপুরে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়ার পরিবর্তে ফুল ভাড়া চাওয়ায় বাকবিতণ্ডা হয়। প্রতিবাদ করায় উল্টো খারাপ ব্যবহার করে হেলপার। পরে তিতুমীর কলেজের সামনে বেশ কয়েকটি অগ্রদূত বাস আটকে দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, বাসের চেকার ও মালিকপক্ষ তিতুমীর কলেজে না আসা পর্যন্ত সব অগ্রদূত বাস চলাচল বন্ধ থাকবে।
ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী- Dhaka University Affiliated Colleges ফেসবুক গ্রুপে সাদেকুর রহমান নামে বাঙলা কলেজের এক শিক্ষার্থী ফেসবুক লিখেন, ‘হাফ পাস নাই’ লিখা যতোগুলো বাস আছে ঢাকা বা তার বাইরে সবগুলোরে থামিয়ে থামিয়ে সেই লিখা স্টীকার গুলোকে তুলে দিতে হবে তাই আসুন আমরা একসাথে হই রাস্তায় লড়ি।’
আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, বাঙলা কলেজের যারা আছি তারা আগামীকাল দুপুর ২টায় কলেজের গেটের সামনে থাকবা… যে সব গাড়িতে ‘হাফ পাস নাই’ লিখা আছে ওই সব গাড়ির ওই লেখা কাগজগুলো উঠায় ফেলতে হবে… আগামীকালই হবে প্রথম সতর্কবার্তা। এ ব্যাপারে বনানী থানার এসআই আব্দুল হক আব্বাসী জানান, খবর পেয়ে আমরা পৌনে ৫টার দিকে তিতুমীর কলেজের সামনে যাই। সেখানে শিক্ষার্থীদের জটলা কিংবা অগ্রদূত বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। এখন যান চলাচাল স্বাভাবিক।
ডিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের গুলশান জোনের সহকারী কমিশনার জোনায়েদ আলম সরকার জানান, এ ধরনের ঘটনার সংবাদ পাইনি। খবর নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।