ফরিদপুরে ২৭০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পিএসসি, জেএসসি এবং জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার এম এন একাডেমী, তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়, শহীদ আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়, মনোহরপুর দাখিল মাদ্রাসা, নগরকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামী আদর্শ শিশু শিক্ষালয়, ক্যাপ্টেন এস আলী মাল্টি মিডিয়া স্কুল, নগরকান্দা আইডিয়াল স্কুল, হলিচাইল্ড কিন্ডার গার্ডেনসহ বিভিন্ন স্কুল ও দাখিল মাদ্রাসা থেকে এ বছর জিপিএ-৫ প্রাপ্ত ২৭০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪এপ্রিল) বিকাল ৩ টায় নগরকান্দায় জেলা পরিষদ অডিটেরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ এবং প্রজেক্টর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেশের সেরা জেলা প্রশাসকের পুরুস্কারপ্রাপ্ত ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা পৌরসভার মেয়র মোঃ রায়হানউদ্দীন মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সরদার মোস্তফা শাহিন, নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোর্তুজা আহসান, উপজেলা প্রকৌশলী আঃ হান্নান, উপজেলা মৎস্য অফিসার শিলা রায়, উপজেলা শিক্ষা অফিসার তাজমুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানিয়া মোস্তফা, নগরকান্দা থানার ওসি (তদন্ত) নিখিল অধিকারী,পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ সোবহান মিয়া, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান পথিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ-৫ পেলেই হবে না নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সকলকে লেখাপড়া শিখে প্রকৃত মানুষ হওয়ার আহবান জানান। তিনি বলেন, আজকের এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামীদিনের ভবিষ্যৎ ।
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি