স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার (২৭ এপ্রিল) তার দেশে ফেরার কথা রয়েছে। রোববার (২২ এপ্রিল) জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রসবিজ্ঞপ্তিতে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় এ তথ্য জানান।

তিনি বলেন, ২৩ এপ্রিল, সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইন্সের এসকিউ- ৪৪৭ উড়োজাহাজযোগে সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। প্রাক্তন এ রাষ্ট্রপতির সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, সুনীল শুভ রায়, রতনা আমিন হাওলাদার এমপি, মেজর মো. খালেদ আখতার (অব.)।

এর আগে ২০১৭ সালে হার্টের ভাল্ব পরিবর্তনের জন্য সিঙ্গাপুরের এনইউএইচ হাসপাতালে চিকিৎসা নেন এরশাদ। এজন্য ওই বছরের ১৬ থেকে ৩১ অক্টোবর তিনি সিঙ্গাপুর সফর করেন। এ সময় তার চিকিৎসা ব্যয় হয় ৮৫ হাজার ৯২৩ দশমিক ৩৫ সিঙ্গাপুর ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৩ লাখ ৫ হাজার ২২০ টাকা। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হওয়ায় এ ব্যয় নির্বাহ করে সরকার