চলন্ত বাসে ছাত্রী ধর্ষণের চেষ্টার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন
রাজধানীর বাড্ডা রোডে তুরাগ পরিবহনের একটি বাসে উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে রোববার উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করেছে উত্তরা ইউনিভার্সিটির শতাধিক ছাত্র-ছাত্রী দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে প্রায় অর্ধশতাধিক তুরাগ বাস আটক করে ছাত্রছাত্রীরা।
তারা আসামি গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করে এবং স্লোগান দেয়। উক্ত ছাত্রীর সহপাঠী আল-আমিন সাংবাদিক দের জানান, তার সহপাঠী ছাত্ররী শনিবার দুপুরে উত্তরা ৬ নং সেক্টরে অবস্থিত উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসার জন্য উত্তর বাড্ডা থেকে তুরাগ পরিবহনের একটি বাসে উঠেন। এ সময় বাসে যাত্রী ছিল মাত্র ৭-৮ জন।
এ সময় নাটকীয় ভাবে পরবর্তী স্টপেজ গুলোতে বাস সামনে যাবে না বলে যাত্রীদেরকে নামাতে থাকে এবং নতুন কোন যাত্রী উঠানো বন্ধ রাখে এ সময় উক্ত ছাত্রীর সন্দেহ হলে তিনি বাস থেকে নামতে চেষ্টা করলে বাসের হেলপার দরজা বন্ধ করে দেয় এবং কন্টাক্টর তার হাত ধরে টানে এ সময় কন্টাক্টর হেল্পারের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেমে আসে উক্ত ছাত্রী। তিনি অন্য একটি বাসে চড়ে ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ আশানুরূপ কোন সমাধান দিতে পারেনি। পরবর্তীতে সহপাঠী ছাত্রছাত্রীরা বিষয়টি জেনে আইনগত সহযোগিতার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করে।
কোনোভাবে কোনো সুরাহা না হওয়ায় রোববার দুপুরে তারা উক্ত বাসটি আটক ও হেলপার কন্টাক্টর কে আটকের দাবিতে রাস্তায় মানববন্ধন করে।
এ সময় বিক্ষুদ্ধ ছাত্ররা তুরাগ পরিবহনের ঢাকা মেট্রো ব-১১-৭১৫১, জ-১৪-১২৬৬, ব-১৪-২০৯৮, ব-১৫-০৭৫২, ব-১৪-১৬১৩, জ-১১-২২৩৭, ব-১৪-১৬১৩ সহ প্রায় অর্ধশত বাস তারা আটক করে বিচারের দাবি জানায়। উক্ত ছাত্রীর ওপর সহপাঠী আশিকুল ইসলাম বলেন, অভিযুক্ত গাড়ি এবং তার হেল্পার কন্ট্রাক্টর কে আটক না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।সহপাঠী হোসেন হৃদয় সাংবাদিকদের বলেন, আজ এক বোনের শ্লীলতাহানির চেষ্টার বিচার না হলে কাল অন্য বোনের সাথে এ ধরনের অন্যায় করা হবে আমরা তা কোনোভাবেই মেনে নিতে পারিনা।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের জানান, গুলশান থানা এলাকায় ছাত্রীর হাত ধরে টানাটানির একটি ঘটনা তিনি শুনেছেন এবং এ বিষয়ে গুলশান থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
তিনি আরো জানান, যেহেতু ইউনিভার্সিটি উত্তরা পূর্ব থানা এলাকায় অবস্থিত তাই এ এলাকায় ছাত্র ছাত্রীরা মানববন্ধন করছে।
তানজীন মাহমুদ, নিজস্ব প্রতিনিধি