সিরাজদিখান যুবলীগের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা শাখার যুবলীগের নতুন আহববায়ক কমিটির সদস্যরা সাবেক যুবলীগ নেতা ও সিরাজদিখান প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। গতকাল রবিবার দুপুরে সমবায় মার্কেটে উপজেলা কৃষকলীগের অফিসে ও প্রেসক্লাব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।

উপজেলা যুবলীগ ১নং যুগ্ন আহববায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃতে নতুন কমিটির সদস্যরা শুভেচ্ছা বিনিময় করেন লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা হাফেজ মো. ফজলুল হক, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মৃধা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, সাবেক যুবলীগ নেতা শহিদুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা কৃষকলীগের সভাপতি দিন ইসলাম লালু, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা সেন্টু, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুর, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান যোবায়েরসহ ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে।

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ আহববায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম দিপু, জামান কম্পানি, ফরাদ হোসেন, আহসান হাবিব শিশির, মো. কামিম, আরাফাত শেখ রাশেল, সালাউদ্দিন, আলম হোসেন, আলাউদ্দিন মাদবর, আবু সুফিয়ান। আরো উপস্থিত ছিলেন বাসাইল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ আহম্মেদ, মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামাল হোসেন লাল, সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ রয়েল, মো. মহসিন প্রমুখ।

আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি