শুটিং শেষ তিন বোনের সঙ্গে লন্ডনে অর্জুন

জাহ্নবী কাপুরের হাতে এখন অনেক সময়। সম্প্রতি ধড়ক ছবির শুটিং শেষ হয়েছে তার। ৬ জুলাই মুক্তি পাবে ছবিটি। এই ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন তিনি। তাই বোন খুশিকে নিয়ে উড়ে যাচ্ছেন লন্ডনে।

তবে, শুধু খুশি আর জাহ্নবীই নয়, খবর অনুযায়ী লন্ডনে তাদের সঙ্গে যাবেন অর্জুন কাপুরের বোন অনশুলাও। ভাইয়ের সঙ্গে ছুটি কাটাতেই লন্ডন যাবেন তিন বোন। পরবর্তী ছবি নমস্তে ইংল্যান্ডের শুটিংয়ের জন্য এখন লন্ডনেই রয়েছেন অর্জুন কাপুর। কাজ শেষ হলেই বোনদের সময় দেবেন তিনি।

শ্রীদেবী ও বনি কাপুরের দুই মেয়ে জাহ্নবী আর খুশি। অর্জুন ও অনশুলা বনি কাপুরের প্রথম স্ত্রী মোনা কাপুরের সন্তান। ২০১২ সালে মারা যান মোনা কাপুর। এবছর ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে দুর্ঘটনাবশত জলে ডুবে মৃত্যু হয় শ্রীদেবীর। কিছুদিন আগেও খুব একটা মেলামেশা ছিল না দুই পরিবারের মধ্যে। তবে, শ্রীদেবীর মৃত্যুর পর থেকে জাহ্নবী-খুশির পাশে সবসময় রয়েছেন অর্জুন-অনশুলা।