আঁটসাঁট পোশাকে নারীর ভিডিও প্রচার করায় সৌদিতে ফিটনেস সেন্টার বন্ধ
সৌদি আরবে আঁটসাঁট পোশাক পরা এক নারী মডেলের শরীরচর্চার ভিডিও প্রচার করায় একটি ফিটনেস সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। গত শুক্রবার দেশটির ক্রীড়াবিষয়ক কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
রিয়াদের ক্রীড়া বিভাগের প্রধান তুর্কি আল-শেখ টুইটারে বলেন, আমরা এ ধরনের কার্যকলাপ বরদাশত করব না। তিনি ওই কেন্দ্রের ছাড়পত্র বাতিলের নির্দেশ দিয়েছেন।
প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টা তুর্কি আল-শেখ এই ভিডিওটির সঙ্গে কারা জড়িত তদন্ত করে তা বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
ভিডিওটিতে একজন নারীকে চুল খোলা অবস্থায় পাঞ্চিং ব্যাগে লাথি মারতে দেখা গেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
ক্রীড়াবিষয়ক কর্তৃপক্ষের অভিযোগ, নারী মডেলকে আঁটসাঁট পোশাক পরিয়ে প্রচারণামূলক যে ভিডিওচিত্র তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণ অশালীন। ওই ভিডিওর কারণে জনগণের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে।
উল্লেখ্য, সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান নানা বিষয়ে সংস্কারের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে দেশটিতে প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন নারীরা। এ ছাড়া আগামি জুনে তাদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হবে। ভবিষ্যতে খেলাধুলায়ও অংশ নেয়ার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে সৌদি সরকার।