সিরাজদিখানে ক্যাবের অভিযানে জরিমানা আদায়
আব্দুল্লাহ আল মাসুদ,মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ক্যাবের অভিযানের মাধ্যমে ৩টি দোকান মালিককে জরিমানা করা হয়। ১৬ এপ্রিল দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার সিরাজদিখান বাজারে এ অভিযান পরিচালন করেন মুন্সীগঞ্জ জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তর এর সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এসময় সিরাজদিখান বাজারের ২টি আইসক্রিম ফেক্টরির মালিককে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমান উপাদান ব্যবহার বিধি, সর্বোচ্চ খুচড়া বিক্রয় মূল উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ লিপিবদ্ধ না করার অপরাধে ৩ হাজার টাকা করে ৬ হাজার জরিমানা করা হয় এবং ১টি মিষ্টির দোকানের মালিককে ভোক্তা অধিকার আইনের ৪৬ ধারায় ওজনের কারচুপি করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ক্যাব সিরাজদিখান শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান যোবায়ের, সিরাজদিখান থানার এস আই সোহেল মোল্লা প্রমূখ।
অভিযান শেষে ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ সম্পর্কে অবহিত করেন এবং লিফলেট বিতরণ করেন।
আব্দুল্লাহ আল মাসুদ, মাওয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি।