নগরকান্দায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, নগরকান্দা থানার ওসি (তদন্ত) নিখিল অধিকারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আঃ হান্নান, উপজেলা মৎস্য অফিসার শিলা রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মোর্তুজা আহসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানিয়া মোস্তফা, পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ সোবহান মিয়া, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ হোসেন,ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম,নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ প্রমুখ।
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি।