তিন নেতাকে তুলে নেয়ার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলেনে নেতৃত্ব দেয়া তিন নেতাকে ডিবি পুলিশ তুলে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সোমবার বিকাল সাড়ে ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল বের করে।

কোটা সংস্কারের আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের নিরাপত্তার দাবিতে এই প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ মোড় পর্যন্ত পদক্ষিণ করে। মিছিলে তারা স্লোগান দেয় ‘গুম করে আন্দোলন থামানো যাবে না।’

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠনে যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘আমাদের কেউই ছাত্র শিবিরের সম্পৃক্ততার  সাথে নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা আন্দোলন সরে এসেছি। কিন্তু বাংলাদেশের একটা কুচক্রি মহল এখন আমাদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে উঠে পঠে লেগেছে।’

এর আগে রাজধানীর চাঁনখারপুল এলাকা থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই ৩ নেতাকে একটি মাইক্রোবাসে তুলে নেয় সাদা পোশাকের পুলিশ। এর কিছুক্ষণ পর তাদের ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে প্রথমে জিজ্ঞাসাবাদের কথা অস্বীকার করলেও পরবর্তীতে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, ‘তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। কিছু তথ্য জানতে তাদের সহযোগিতা চাওয়া হয়েছিল। তারা চলে গেছে।

প্রসঙ্গত, তারপরপরই কোটা আন্দোলনের যুগ্ম আহবায়ক রাশেদের পিতাকে ঝিনাইদহ পুলিশ আটক করে। ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বিডিমর্নিংকে বলেন, ‘ আমি ব্যস্ত এখন, পরে ফোন দেন। আর যার খোজ নিচ্ছেন তাকে জাস্ট ঠিকানার জন্য নিয়ে এসেছি।’