সিরিয়ায় একযোগে হামলা, ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একযোগে হামলা শুরু করেছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে দুমা শহরে রাসায়নিক হামলার ভিত্তিহীন অভিযোগে এ হামলা চালাচ্ছে ওই তিন দেশ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ হামলায় অংশ নিয়েছে ব্রিটিশ ও ফরাসি সামরিক বাহিনীও।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন, হামলায় তাদের আরএএফ টর্নেডো জেট অংশ নিয়েছে। এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ১৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। হোমস প্রদেশে সিরিয়ার সরকারি বাহিনীর অস্ত্রাগারে হামলা হয়েছে বলে টিভির খবরে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন সূত্র জানিয়েছে, রাজধানী দামেস্কেও হামলা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায় নি।

আজ ট্রাম্প হোয়াইট হাউসে বক্তৃতা করার সময়ই হামলা শুরু হয়। ট্রাম্প তার ভাষণে যখন বলছিলেন, কিছুক্ষণ আগে আমি হামলার নির্দেশ দিয়েছি, তখন মার্কিন ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ায় আঘাত হানতে শুরু করেছে।