এশার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে নিলো ছাত্রলীগ
কোটা সংস্কারের আন্দোলনে যোগ দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম সুফিয়া কামাল হলের এক ছাত্রীকে মারধর করার অভিযোগে বহিষ্কৃত হল ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান ইশাকে স্বপদে পূনর্বহাল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
আজ শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এশাকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পূনর্বহাল করার কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে সম্পূর্ণ নির্দোষ প্রামাণিত হওয়ায় তাকে পূনর্বহাল করা হয়েছে।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন contact@dailymail24.com