‘রাজীবের জ্ঞান ফেরার সম্ভাবনা খুবই কম’

ঢাকা মেডিকেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। গত মঙ্গলবার ভোরে শ্বাসকষ্ট শুরু হয় এবং সে অচেতন হয়ে পড়লে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয় রাজীবকে।

রাজীবের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান বলেন, “অবস্থা ভালো না। হেড ইনজুরিটা এমন অবস্থায় হঠাৎ করে চলে গেল, আগেই সার্জারি করার অবস্থায় একেবারেই ছিল না, এখনও নিয়ন্ত্রণের বাইরে। তার হার্ট চলছে, যতটুকু আমাদের সাধ্য…তারপর তো আর বলা যায় না।” হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অসিত চন্দ্র সরকার জানান, রাজীবের জ্ঞান ফেরার সম্ভাবনা খুবই কম।

“রিকভার করার ব্যাপারটা বলা খুব কঠিন। আশা করা যায় না তার ফেরার। এই অবস্থায় যারা থাকে সেখান থেকে খুবই কম মানুষ ফিরে আসে। সৃষ্টিকর্তার হাতে এখন পুরোটা। আমরা সর্বোচ্চটাই করছি।”

ঢাকার সরকারি তিতুমীর কলেজের স্নাতকের ছাত্র রাজীব গত ৩ এপ্রিল রাজধানীতে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান। দুই বাসের চাপায় তার ডান কনুইয়ের উপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনায় তার মাথার সামনে-পেছনের হাড় ভেঙে যাওয়া ছাড়াও মস্তিষ্কের সামনের দিকে আঘাত লাগে। প্রথমে পান্থপথের শমরিতা হাসপাতালে নেওয়া হলেও পরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।