আন্দোলন-মিছিলে নারীদের উপস্থিতিতে খুব খুশি প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন ছাত্র-ছাত্রীদের সমস্যা হলো কোটা। সংস্কার যারা চাচ্ছে তারা তো কোনো কোটা চায় না, তাই কোনো কোটা পদ্ধতিরই থাকার দরকার নাই। কারণ যখন আলোচনা হয়েছে, তখন আমাদের সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের ও তাদের মহিলা প্রতিনিধিরা ছিল, সেখানে বলা হলো, তারা কোটা চায় না, তারা শুধু পরীক্ষা দিয়ে চলে আসবে। খুব ভালো কথা, আমি তখন খুব খুশি, কারণ আমি-ই নারী ক্ষমতায়নে সবথেকে বেশি কাজ করেছি।

আজ বুধবার দশম জাতীয় সংসদের ২০ তম অধিবেশনে কোটা পদ্ধতি নিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোনো ধরনের কোটা থাকবে না। পরীক্ষা স্বাভাবিকভাবেই হবে।

তিনি বলেন, জেলা কোটা থাকার পরেও যখন জেলায় জেলায় আন্দোলন হচ্ছে, তখন কোনো কোটারই দরকার নেই। যখন কেউই চায় না, কোনো কোটাই থাকবে না। কোনো শ্রেণি যেন বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রেখে ক্ষুদ্র নৃগোষ্ঠী, নারী ও প্রতিবন্ধীদের কোনোভাবে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে বহু মিছিলে সামনের সারিতে কয়েকজন নারী হাঁটছেন অথবা ব্যানার বহন করছেন এমন দৃশ্য অনেকেই দেখেছেন। তবে মিছিলে সামনের সারিতে থাকলেও তারা যে তাতে নেতৃত্ব দিচ্ছেন তা নয়। কিন্তু গত কয়েক দিনে কোটা সংস্কারের আন্দোলনে, মিছিলে, স্লোগানে নারীদের উপস্থিতি ছিল খুবই চোখে পড়ার মতো।