সিদ্ধান্ত না মেনে আন্দোলনকারীদের একাংশ রাজু ভাস্কর্যের সামনে

কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে। তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। সরকার কোন সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।

গতকাল সরকার প্রতিনিধির সাথে বৈঠকের পর কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়। কিন্তু আরেক অংশ এখনো রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছে। কোটা সংস্কারের আন্দোলন আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত মানছেন না আন্দোলনকারীদের এ অংশটি। তারা স্থগিতের সিদ্ধান্ত না মেনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের মতে সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখার কথা বলেছে কিন্তু এখন পর্যন্ত কোন নির্দিস্ট সিদ্ধান্ত নেয়নি।

যতক্ষণ পর্যন্ত কোন নির্দিস্ট সিদ্ধান্ত সরকার থেকে না এসবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে এবং তাদের সাথে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছে।