শনিবার থেকে শুরু হচ্ছে বৈশাখী মেলা

প্রতিবারের মতো এইবার শুরু হচ্ছে বৈশাখী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ১০ দিনের এ মেলার আয়োজন করছে। বাংলা একাডেমি চত্বরে মেলার ৩৯তম আসর বসছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

বিসিকের এ মেলা আয়োজনে সহযোগিতা করছে বাংলা একাডেমি। নববর্ষের প্রথম দিন মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। উদ্বোধন অনুষ্ঠানে থাকবে সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান। মেলায় প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে লোক-সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠান। বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসঙ্গীতসহ অন্যান্য গান পরিবেশন করবেন বিভিন্ন অঞ্চলের শিল্পীরা।

মেলা আয়োজনে প্রস্তুতি চলছে পুরোদমে। এ মেলায় ঐতিহ্যবাহী কুটির ও হস্তশিল্পজাত পণ্যের সমারোহ ঘটবে। মেলায় প্রায় ২০০ স্টলে পসরা সাজিয়ে বসবেন হস্ত ও কারুশিল্পীরা। মেলায় ১০ স্টলে বসে কারুশিল্পীরা তাদের নিপুণ হাতে নানা রকম কুটির ও হস্তশিল্পজাত পণ্যসামগ্রী তৈরি, প্রদর্শন ও বিক্রি করবেন। মেলায় বাঁশ ও বেতের পণ্য, মৃৎশিল্প, পাটপণ্য, নকশিকাঁথা, শতরঞ্চি, বাঁশের বাঁশি, কাঠজাতপণ্য, গৃহের সাজ-সজ্জাপণ্য, গহনা, রকমারী চুড়ি, পুঁতির মালা, ঝিনুকপণ্য, জামদানি ও তাঁতের শাড়ি ছাড়াও থাকবে নানা রকম কদমা-বাতাসা ও মণ্ডা-মিঠাই।