ভিসির বাসভবনে হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে!
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবন পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।উপাচার্যের বাসভবনে হামলার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের বাসভবনের হামলার সঙ্গে জড়িত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন- ‘কাউকে ছাড় দেওয়া হবে না। কিছু হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। বাকিদেরও চিহ্নিত করা হবে। ১৯৭১ সালের নৃশংসতাও এরকম হয়নি।’ ভিসির বাসভবন পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন ভিসি, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন- ‘ভিসির বাসভবনে ভাঙচুরকারীদের গ্রেফতার করতে সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে।’
প্রসঙ্গত, রবিবার ৮ এপ্রিল রাত ১টার দিকে এক থেকে দুই হাজার বিক্ষোভকারী ঢাবির ভিসি’র বাসভবনে প্রবেশ করে। তারা মূল গেট ভেঙে ফেলে এবং দেয়ালের তারকাঁটা ভেঙে বাসায় ঢুকে পড়ে। তাদের হাতে রড, হকিস্টিক, লাঠি ও বাঁশ ছিল। তবে হামলায় উপাচার্যের পরিবারের কেউ আহত হননি।