বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ
কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাজধানীর প্রগতি সরণি ও সোবাহানবাগে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ আছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে কোটা যৌক্তিক সংস্কারের আশ্বাস দেয় সরকার। ৭ তারিখ পর্যন্ত সময় নিয়েছে সরকার। সরকারের দেয়া আশ্বাসের পর সাময়িক ভাবে আন্দোলন স্থগিত বলা হলেও পুনরায় আন্দোলনের ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীরা ৭ তারিখ পর্যন্ত সকল প্রকারের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং পরীক্ষা বর্জন করার ঘোষণা দেয়। তারা শাহাবাগে অবস্থান করার কথা ঘোষণা করে। বিক্ষোভকারীরা জানান আন্দোলন চলবে এটা তাদের অধিকার আদায়ের আন্দোলন। পুনরায় তারা স্লোগানের সাথে বিক্ষোভ মিছিল বের করে।
সেই জের ধরে আজকেও কোটা সংস্কারের দাবিতে রাজধানীর প্রগতি সরণি ও সোবাহানবাগে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক আবরোদ, যান চলাচল বন্ধ।