শ্রীদেবীর সম্মানে যুক্ত হচ্ছে ‘শ্রীদেবী অ্যাওয়ার্ড’

প্রথমবারের মতো বলিউডের সদ্য প্রয়াত মহাতারকা শ্রীদেবীর সম্মানে একটি পুরস্কারের প্রচলন করা হলো। আর এই অ্যাওয়ার্ড ের আয়োজন করেছে ‘জি অপ্সরা অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ।

‘জি অপ্সরা অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ তাঁদের এবারের আয়োজনে যুক্ত করেছেন ‘শ্রীদেবী অ্যাওয়ার্ড’ পুরস্কার। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমবারের মতো এই শ্রীদেবী অ্যাওয়ার্ড পাচ্ছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। তামান্না একই সঙ্গে বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করছেন। তামান্নাকে শ্রীদেবী অ্যাওয়ার্ড দেওয়া হবে তরুণ তুর্কি হিসেবে ভারতীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য। তিনি শ্রীদেবীর সম্মানে চালু হওয়া এই পুরস্কার পাচ্ছেন জেনে দারুণ আনন্দিত।

তামান্না বলেন- ‘শ্রীদেবী এমন একজন ব্যক্তিত্ব, যাঁকে দেখে আমি বড় হয়েছি, যিনি আমার অনুপ্রেরণা। এটা আমার জন্য অনেক সম্মানের ব্যাপার যে তাঁর নামে প্রচলিত পুরস্কারটি আমি পাচ্ছি। শ্রীদেবীর মতো আমিও খুব অল্প বয়সে অভিনয়ে নাম লেখাই। তবে আমি জানি, তাঁর পর্যায়ে পৌঁছতে গেলে আমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে, আরও অনেক সাধনা করতে হবে।’

উল্লেখ্য, শ্রীদেবী ১৯৮৩ সালে অভিনয় করেছিলেন হিম্মতওয়ালা ছবিতে। ২০১৩ সালে সেই ছবিরই রিমেকে অভিনয় করেছিলেন তামান্না।