চলছে আলোচনা, সিদ্ধান্তের অপেক্ষায় বিক্ষোভকারীরা
আন্দোলনকারীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আলোচনায় বসেছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল বিকেল সাড়ে চারটায় এই আলোচনা শুরু করেন। এই দলটি ৫ দফা দাবি নিয়ে সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আলোচনা করছে। ওবায়দুল কাদেরের সাথে সকাল ১১টায় আন্দোলনকারীদের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু প্রতিনিধি দল বিকেল সাড়ে চারটায় এই আলোচনা শুরু করেছে বলে জানা যায়।
বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত আছেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়।