কোটা সংস্কার আন্দোলনে বয়কট হল চ্যানেল ৭১
কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা ভুল খবর প্রকাশ করার দাবিতে টিভি চ্যানেল ৭১-কে বয়কট করেছে। এসময় অন্যান্য সাংবাদিকদের সাথেও বাকবিতন্ডের সৃষ্টি হয়।
কোটা বাতিল নয়, কোটা সংস্কারের ৫ দফা দাবিতে রাজধানীসহ সারাদেশে রাজপথ অবরোধের ফের আন্দোলনে নেমেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার আন্দোলন পরিষদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। এখন তারা অবস্থান করছে টিএসসিতে চত্বরে। গতকাল থেকে শুরু হওয়া আন্দোলনের খবর প্রকাশ পাচ্ছে প্রতিটি টিভি চ্যানেলে ও খবরের কাগজে।
কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি চ্যানেল ৭১ আন্দোলনের ভুল সংবাদ প্রকাশ করছে। এর ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং মানুষের কাছে ভুল তথ্য পৌছাচ্ছে। তাই আন্দোলনরত শিক্ষার্থীরা চ্যানেল ৭১কে বয়কট করেছে। তাদের মতে চ্যানেল ৭১ দালাল হিসেবে কাজ করছে।
এইসময় অন্যান্য সাংবাদিকদের সাথেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এসময় তাদের মধ্যে হাতাহাতিও হয়। হাতাহাতিতে চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন রিপু আহমেদ আহত হন।