পাথরঘাটায় খাল থেকে ট্রলারসহ বিপুল পরিমাণ সুন্দরী কাঠ জব্দ

বিষখালী নদী সংলগ্ন পাথরঘাটার নতুন বাজার খাল থেকে নামবিহীন একটি ট্রলারসহ বিপুল পরিমাণ সুন্দরী কাঠ জব্দ করেছে কোস্টগার্ড। পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. সাইদুর রহমান আকন বলেন, কাঠের সংখ্যা এখনো নিরুপণ করা যায়নি। জব্দকৃত কাঠ তালিকা করা হচ্ছে।

মঙ্গলবার সকালের দিকে নতুন বাজার খালের মোহনা থেকে এসব কাঠ জব্দ করা হয়। কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশনের লে. ইমতিয়াজ জানান, বিষখালী নদীর পাথরঘাটার নতুন বাজার খাল থেকে বিপুল পরিমাণ সুন্দরী কাঠসহ একটি নামবিহীন ট্রলার যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার খালের মোহনায় আগ থেকেই অবস্থান ছিল কোস্টগার্ডের।

পরে মঙ্গলবার সকালের দিকে চোরাকারবারীরা কোস্টগার্ডের অবস্থান টের পেয়ে ট্রলার থেকে লাফিয়ে নদীতে পড়ে পালিয়ে যায়। পরে নামবিহীন একটি ট্রলারসহ বিপুল পরিমাণ সুন্দরী কাঠ জব্দ করা হয়।