অস্ত্রসহ ডাকাত দলের সাত সদস্য আটক
রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার রাতে র্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে, শেরেবাংলা নগর থানাধীন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- নাজমুল ইসলাম সজীব (২৫), রুবেল (২৮), রুবেল-২ (৩১), নাজমুল হোসেন (২৫), সবুজ (২০), আনোয়ার (২২), ও আজিজুল হাকিম (২৯)
র্যাব -২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. শাহিনুর ইসলাম জানান, দেশীয় অস্ত্র-সরঞ্জামাদিসহ একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে সংবাদে র্যাব সদস্যরা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। রাতের বেলায় তারা একাধিক দল একত্র হয়ে নির্দিষ্ট ফ্ল্যাটে বা ফাঁকা বাগিতে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করে থাকে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।