‘গণতন্ত্র ও রাজনীতিকে দুর্বল করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত’

সুপ্রিম কোর্টের অনেক সিদ্ধান্ত গণতন্ত্র ও রাজনীতিকে দুর্বল করে দিচ্ছে, বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। কারণ আদালতের কোনো কোনো সিদ্ধান্তের কারণে জনগণের মতামত উপেক্ষিত হচ্ছে। আজ (রোববার) দেশটির দিয়ারগাজি খান শহরে এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের অনেক রায়কে ইতিহাস মেনে নেবে না।

তিনি বলেন, আদালত একটি বিস্ময়কর সিদ্ধান্তের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেছে। জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করলেও কয়েকজন বিচারক মিলে তাকে সরিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, দেশের জনগণ যেসব সিদ্ধান্ত নেয় সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এ কারণে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব জনগণের ওপর ছেড়ে দিতে হবে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট মুসলিম লীগের নেতা নওয়াজ শরীফকে দুর্নীতির দায়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে। আদালতের রায়ের কারণে তিনি দলীয় প্রধানের পদ ছাড়তেও বাধ্য হয়েছেন। নওয়াজ শরীফ অযোগ্য ঘোষিত হওয়ায় ক্ষমতাসীন মুসলিম লীগ শহীদ খাকান আব্বাসিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে।