ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সিরিয়ার সরকারের চুক্তি
সৌদি সমর্থিত ভয়ংকর সন্ত্রাসী গোষ্ঠী ‘জয়শুল ইসলাম’ সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহর ছাড়তে রাজি হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে সিরিয়ার সরকারের একটি চুক্তি হয়েছে তাদের সঙ্গে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ খবর দিয়েছে।
পূর্ব গৌতার দুমা শহরের নিয়ন্ত্রণ ছিল জয়শুল ইসলামের হাতে। কিন্তু সরকারি সেনাদের অভিযানের মুখে তারা আর টিকতে পারছে না। অবশ্য, দুমা ছাড়ার খবরকে এ গোষ্ঠী এখনো নিশ্চিত করে নি। এর আগে গতকাল (শনিবার) তারা বলেছিল- শুধুমাত্র আহত সদস্যদেরকে ইদলিব প্রদেশে পাঠানোর বিষয়ে রাজি হয়েছে।
গত কয়েকদিন ধরে রুশ মধ্যস্থতায় সিরিয়ার সরকারের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছে জয়শুল ইসলাম। সরকার বলেছিল, নিরাপদে ইদলিবে চলে যাওয়ার বিনিময়ে যদি এই সন্ত্রাসী গোষ্ঠী দুমা শহর ছাড়তে রাজি না হয় তাহলে সেখানে চরম অভিযান চালানো হবে।
দীর্ঘদিন ধরে পূর্ব গৌতা এলাকায় যেসব সন্ত্রাসী গোষ্ঠী চরম হত্যা ও অপরাধযজ্ঞ চালিয়েছে জয়শুল ইসলাম তার অন্যতম। সিরিয়ার সরকারি সেনাদের অভিযানের মুখে এ গোষ্ঠী বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করে আসছিল।