‘পূর্ব গৌতা’ মুক্ত করার ঘোষণা দিয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী

সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে অবস্থিত ‘পূর্ব গৌতা’ এলাকাটি পুরোপুরি মুক্ত করার ঘোষণা দিয়েছে সিরিয়ার সশস্ত্র বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত লড়াইয়ের মাধ্যমে ‘পূর্ব গৌতা’ এলাকার সব শহর ও গ্রামের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এর মাধ্যমে সিরিয়ার সরকার ও জনগণের শত্রুদের ওপর বড় ধরণের আঘাত হানা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে দুমা শহরের আশেপাশে এখনও ‘জেইশুল ইসলাম’ গোষ্ঠীর কিছু অস্ত্রধারী রয়েছে এবং তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে বলে স্বীকার করা হয়েছে। সেখান থেকে হাজার হাজার বেসামরিক ব্যক্তিকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া সম্ভব হওয়ায় অস্ত্রধারীদের আত্মসমর্পণ এখন সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে।

সন্ত্রাসীরা ওই সব বেসামরিক মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে আসছিল। ২০১৬ সালে আলেপ্পো মুক্ত করার পর এটিই সেনাবাহিনীর সবচেয়ে বড় সাফল্য।

চার লাখ জনসংখ্যা অধ্যুষিত এই এলাকাটি ২০১২ সালে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে চলে যায়। সন্ত্রাসীরা সেখান থেকে মাঝে মধ্যে রাজধানী দামেস্কে মর্টার ও রকেট নিক্ষেপ করতো। তাদের হামলার কারণে রাজধানীবাসী সব সময় অনিরাপদবোধ করতো।