নিজ নিজ দেশে ফিরল বহিষ্কৃত কূটনীতিকরা

রাশিয়ার যেসব কূটনীতিককে আমেরিকা বহিষ্কার করেছে তারা মস্কোয় ফিরেছে। স্পুৎনিক বার্তা সংস্থা জানিয়েছে, রুশ কর্মকর্তারা বলেছেন রাশিয়ার দুটি বিমান ওই কূটনীতিকদের দেশে ফিরিয়ে এনেছে। বার্তা সংস্থাটি আরও জানায় কূটনীতিক এবং তাদের পরিবারের সদস্য মিলে ১৭১ জন আমেরিকা ত্যাগ করেছে।

গত ২৬ মার্চ ব্রিটেনের এক দাবীর পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করে। জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাসের ৫৮ কূটনীতিককে বহিষ্কার করে এবং সেন্টপিটার্সবার্গের মার্কিন কন্সুলেট বন্ধ ঘোষণা করে।

এদিকে সেন্টপিটার্সবার্গের মার্কিন দূতাবাস থেকে তাদের কূটনীতিকরাও চলে গেছেন বলে রুশ কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্রিটেন দাবী করেছিল সাবেক রুশ গোয়েন্দা কর্মকর্তা সের্গেই স্ক্রিপাল এবং তার মেয়েকে বিষ প্রয়োগের সঙ্গে রাশিয়ার হাত রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে লন্ডন-মস্কো সম্পর্কে টানাপড়েন দেখা দিয়েছে। রাশিয়ার পক্ষ থেকে ওই দাবী প্রত্যাখ্যান করে বলা হয়েছে, সমস্যার সমাধানে রাশিয়া ব্রিটেনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।