কিশোরগঞ্জে আ’লীগ ও ছাত্রলীগে সংঘর্ষে ১৪৪ ধারা জারি

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদলে অবস্থিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে একই স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার দুপুর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

পুলিশ জানায়, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সামনে রোববার বিকেলে ৩টায় কর্মী সমাবেশের আয়োজন করে যশোদল ওয়ার্ড আওয়ামী লীগ। একই সময় ও স্থানে যশোদল ইউনিয়ন ছাত্রলীগ সমাবেশের ঘোষণা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ খবর পেয়ে যশোদল ইউনিয়ন ছাত্রলীগও একই সময় একই স্থানে জনপ্রশাসন মন্ত্রীর চাচাতো ভাই বিসিবির পরিচালক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর সমর্থনে পাল্টা সমাবেশ আহ্বান করেন।

এ ঘটনার পর থেকেই আওয়ামী লীগের দুইপক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে সাজ-সাজ রব ও উত্তেজনা ছড়িয়ে পড়লে শনিবার রাত থেকে সভাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে প্রশাসন।

রোববার সকাল থেকে দুইপক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই মুখোমুখি অবস্থান নিয়ে দফায়-দফায় ধাওয়া-পাল্টাধাওয়া এবং ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে দুপুর ২টার দিকে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সময় উভয় পক্ষের অন্তত সাত জন আহত হন।

তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।