কবিরকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার মোস্তাকিমের ৫ দিনের রিমান্ড
বগুড়ায় পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তা সাহজাহান কবিরকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলার যুবলীগ নেতা মোস্তাকিম রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পুলিশ মোস্তাকিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক আবু রায়হান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মোস্তাকিম রহমান বগুড়া শহর যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, একই আদালতে মোস্তাকিম ছাড়াও গ্রেফতার হওয়া তার চার সহযোগী হাসান আলী (২৬), রাসেল মিয়া (৩০), জীবন (২১) এবং মিলুকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত ওই চারজনের রিমান্ড শুনানি করেননি।
গত শুক্রবার দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকার সাতকুরি বাজার থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার এড়াতে মোস্তাকিম সীমান্তপথে ভারতে পালাচ্ছিলেন।
২০১২ সালের ২৯ নভেম্বর শহরের খান্দার এলাকায় বগুড়া শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান ওরফে সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। মোস্তাকিম ওই মামলারও প্রধান আসামি। হত্যা মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে চারটি মামলা আদালতে বিচারাধীন।