‘নেইমারকে ছাড়াই আমরা খেলতে এবং শক্তিশালী থাকতে শিখছি’

নেইমারকে ছাড়াই গত শুক্রবার মস্কোতে রাশিয়াকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। আর মঙ্গলবার বার্লিনে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ২০১৪ সালের বিশ্বকাপে ৭-১ ব্যবধানের সেই বিব্রতকর হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় সেলেসাওরা।নেইমারকে ছাড়াই রাশিয়া ও জার্মানির বিপক্ষে জেতা ব্রাজিল দলের শক্তির গভীরতায় মুগ্ধ কোচ তিতে। 

ফেব্রুয়ারির শেষ দিকে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে পায়ের পাতার পঞ্চম মেটাটারসাল ভেঙে যায় পিএসজির ফরোয়ার্ড নেইমারের। অস্ত্রোপচারের পর এখন ব্রাজিলে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। সেরে উঠতে সময় লাগতে পারে তিন মাস পর্যন্ত।

ম্যাচ দুটির আগে নেইমারের অভাব ‘অপূরণীয়’ বলে উল্লেখ করেছিলেন তিতে। তবে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ব্রাজিল যেভাবে খেলেছে তাতে খুশি কোচ।

“আমাদের সেরা খেলোয়াড় ছিল না। দল নেইমারকে মিস করেছে। তাকে ছাড়াই আমরা খেলতে এবং শক্তিশালী থাকতে শিখছি। এগুলো দলের শক্তি বাড়াতে সহায়তা করছে।”

চার বছর আগে নিজেদের মাঠে বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে জার্মানির কাছে ভরাডুবির বেদনা দূর করতে বার্লিনে পাওয়া জয়টি যথেষ্ট নয় বলে মনে করেন তিতে। যদিও এগুলোকে অতীত হিসেবেই দেখছেন ৫৬ বছর বয়সী এই কোচ।

“এটা সত্যি যে, দীর্ঘ দিনের একটা ভূত ছিল। আমার মনে হয়েছে, কিছু মানুষ এটা নিয়ে আলাপ-আলোচনা এড়ানোর চেষ্টা পর্যন্ত করেছে।”

“এটাই জীবন। ওটা অতীত ছিল। আমরা  (জার্মানির বিপক্ষে) জিতেছি বলে মানুষ ওটা ভুলবে না।”