ঝিনাইদহ পুলিশ লাইনস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
ঝিনাইদহ পুলিশ লাইনস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনসে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
পুলিশ লাইনস স্কুলের অধ্যক্ষ শিক্ষক নব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ও পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস।
এসময় সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিবি ওসি জাহাঙ্গীর আলম, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণ পদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি