শ্যামনগরে দুই দিন ব্যাপী ওয়াশ মেলার উদ্বোধন

বুধবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ মাঠে ওয়াশ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে দুই দিন ব্যাপী ওয়াশ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকেীশল অধিদপ্তর ও ওয়াল্ডভিশনের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন তুলে ধরেন। তিনি কাশিমাড়ীর রাস্তা সংস্কার সহ অন্যান্য বিষয়ে উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।

কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ওয়াল্ডভিশন শ্যামনগরের কর্মকর্তা আব্দুস সাত্তার,  কাশিশাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমসের ঢালী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আকবর হোসেন, ওয়াশ অফিসার জিয়াউর রহমান, ওয়াশ অর্গানাইজার শারমিন খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কাশিমাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাই। মেলায় পরিবেশ বান্ধব বাড়ী, ওয়াটার এ্যান্ড স্যানিটেশন সামগ্রী, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পণ্যা সামগ্রী নিয়ে ১১টি স্টল প্রদর্শন করা হয়। এ ছাড়া বিকালে ওয়াশ বিষয়ে জনসতেনতা সৃষ্টিতে জারী গান মঞ্চস্থ করা হয়।

রনজিৎ বর্মন, শ্যামনগর প্রতিনিধি