মুক্তি পেল ‘১০২ নট আউট’ ছবির ট্রেলার
আজ বুধবার সকালে মুক্তি পেল ‘১০২ নট আউট’ ছবির ট্রেলার। প্রায় ২৭ বছর পর একসাথে অমিতাভ বচ্চন আর ঋষি কাপুরকে দেখা যাবে এই ছবির মাধ্যমে।
যখন এই ছবির নির্মাতারা ছবিটির প্রথম পোস্টার প্রকাশ্যে আনেন তখন বেশ শোরগোল পড়ে গিয়েছিল। কারণ বলিউড ছবির পুরনো অথচ অপরিহার্য দুজনকে নিয়ে এই ছবি। এতে আছেন হাই-প্রোফাইল বিগ বি অমিতাভ বচ্চন আর বলিউডের এক সময়ের ‘লাভ বয়’ ঋষি কাপুর।
তাঁরা একসাথে ২৭ বছর আগে শেষ ছবিতে অভিনয় করেছিলেন। তাই ছবিটি নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। আজ মজার এই ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে ছবিটিকে বলা হচ্ছে ‘এজলেস ফ্যামিলি কমেডি’।
অনস্ক্রিন বাবা-ছেলে হলেন এই দুই মহারথি। উমেশ শুক্লার এই ছবিটি আগামী ৪ মে মুক্তি পাবে। তবে আজ ট্রেলার মুক্তির পর থেকে এখন পর্যন্ত ২ লক্ষ ৯৪ হাজার ৭০০ জন দর্শক এটি দেখেছেন।