কোহলির জন্য শুটিং বন্ধ রাখলেন আনুশকা

শুটিং আর ক্রিকেট নিয়ে ব্যস্ত আনুশকা শর্মা ও বিরাট কোহলি। তাই দুজনের দেখা হওয়া যেন খুব দুরহ ব্যাপার। তাই কোহলির সাথে দেখা করতে শুটিং বন্ধ রাখলেন আনুশকা।

কোহলি ক্রিকেট দুনিয়া নিয়ে আর আনুশকা তাঁর শুটিং নিয়ে বেশ ব্যস্ত। তাই আনুশকা শর্মা ও বিরাট কোহলির দেখা হওয়াটা যেন বেশ কঠিনই হয়ে যাচ্ছে। কিন্তু তবুও দুজনের মধ্যে প্রেম কিন্তু বেশ। এবার কোহলির সাথেদেখা করতে শুটিংই বন্ধ রাখলেন আনুশকা শর্মা। এত দিন সুই ধাগা ছবিটির শুটিং হয়েছে ভারতের চান্দেরি শহরে। সেখানের শুটিং আপাতত শেষ। পরবর্তী শুটিং হবে দিল্লিতে।

অন্যদিকে কিছুদিনের মধ্যেই শুরু হবে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। প্রস্তুতির জন্য বেশ ব্যস্ত থাকতে হচ্ছে বিরাটকে। আইপিএল শুরু হয়ে গেলে তো এই ক্রিকেটার আর কোনো ফুসরতই পাবেন না আনুশকার সঙ্গে দেখা করার। সুতরাং দুজনের দেখা হওয়ার সুযোগ এটিই। এই সুযোগই কাজে লাগালেন আনুশকা শর্মা। দুই দিন বিরতি দিলেন শুটিংয়ে। সময়টা কোহলির জন্যই বরাদ্দ রাখলেন।

তা ছাড়া সুই ধাগা ছবির সহশিল্পী বরুণ ধাওয়ানও তাঁর অক্টোবর ছবির প্রচারের জন্য সময় চাইছিলেন। আগামী মাসেই এই ছবি মুক্তি পেতে যাচ্ছে।