এতো বছর পর সোনমকে নিয়ে মুখ খুললেন শহীদ কাপুর!

বলিউড সুপারস্টার শহীদ কাপুর। ‘মৌসুম’ ছবিতে তিনি বলিউড অভিনেত্রী সোনম কাপুরের সাথে জুটি বেঁধেছিলেন। এত বছর পর সেই অভিজ্ঞতা নিয়ে সোনম সম্পর্কে মুখ খুললেন তিনি।

সম্প্রতি নেহা ধুপিয়ার সঙ্গে টক শো’তে স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে হাজির হয়েছিলেন শহীদ কাপুর। সেখানে তিনি বলেন সোনম অভিনয়ের চেয়ে পোশাকের ওপর বেশি নজর দেন। যদিও এক্ষেত্রে তিনি সোনমের নাম একবারও উচ্চারণ করেননি। কিন্তু তিনি যে সোনম কাপুর তা বুঝতে অসুবিধা হয়নি কারও। তিনি বলেন, তিনি এমন একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন, অভিনয় নয়, যার নজর সব সময় থাকত পোশাকের উপর। বর্তমানে তিনি পাল্টে গেছেন বলেও মন্তব্য করেন তিনি। সোনম কাপুরের সঙ্গে ‘মৌসুম’ ছবিতে স্ক্রিন শেয়ার করেন শহীদ কাপুর। ওই সিনেমার পর যদিও তাদের আর একসঙ্গে দেখা যায়নি। কিন্তু, ওই সিনেমার শুটিংয়ের সময় কী হয়েছিল, তা নিয়ে এত বছর পর মুখ খুললেন শহীদ।

শহীদ বিষয়টি নিয়ে সোনমের নাম না করলেও, নেহা কিন্তু ‘মৌসুম’ বলে নামটা বেশ পরিষ্কার করে দেন।