ইরানের বিরুদ্ধে আমেরিকা, সৌদি আরব ও আমিরাত এক জোট
যৌথভাবে ইরানকে প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। হোয়াইট হাউজ খবর দিয়েছে। এটি এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, শুক্রবার হোয়াইট হাউজে ওই তিন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওই আলোচনায় মধ্যপ্রাচ্যসহ বিশ্বব্যাপী ইরানের প্রভাব যৌথভাবে প্রতিহত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমেরিকা, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা উপদেষ্টারা নিয়মিত এ ধরনের ত্রিপক্ষীয় বৈঠকে বসতেও সম্মত হয়েছেন। তবে ওই তিন উপদেষ্টার সঙ্গে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার আলাদা চতুর্পক্ষীয় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে সম্পর্কে হোয়াইট হাউজের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান যখন দু’সপ্তাহব্যাপী আমেরিকা সফর করছেন তখন ওই তিন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক অনুষ্ঠিত হলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে বলেছেন, সিরিয়া সরকারের পাশাপাশি ইরাক, সিরিয়া ও ইয়েমেনের ‘সন্ত্রাসী’ গোষ্ঠীগুলোকে ১,৬০০ কোটি ডলারের আর্থিক সাহায্য দিয়েছে ইরান।