মুন্সীগঞ্জে গাছের সঙ্গে হাত-পা বাঁধা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ সদর উপজেলায় গাছের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় লালচান শেখ (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বজ্রযোগিনী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত লালচান শেখের বাড়ি বজ্রযোগিনী ইউনিয়নের মামাসার গ্রামে। হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ জিল্লুর রহমান জানান, সকালে মানিক শেখ নামে এক ব্যক্তির বাগানে গাছের সঙ্গে লালচানের হাত-পা বাঁধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি