নিরাপদ পোশাক শিল্পের দেশ হিসেবে এগিয়েছে বাংলাদেশ

রানা প্লাজা ধসের পরও পোশাক খাতে বিনিয়োগ থেমে থাকেনি। বরং আগের চেয়ে বেড়েছে। রানা প্লাজার ভবন ধসের পর, ঘরে বাইরে যখন পোশাকখাতের সমালোচনা আর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিলো, তখনও আস্থা হারাননি এ শিল্পের উদ্যোক্তারা।

কারখানার কর্মপরিবেশ উন্নয়নে উদ্যোক্তাদের আন্তরিকতার কারণেই নিরাপদ পোশাক শিল্পের দেশ হিসেবে এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের তালিকায় দ্বিতীয় শীর্ষ কারখানাটির নির্মাণ শুরু হয়েছিলো রানা প্লাজা ধসের কয়েক মাস পরেই। অথচ সবার শঙ্কা ছিলো পোশাক শিল্পের বিশ্ব মানচিত্রে বাংলাদেশ হারিয়ে যাবে।

কিন্তু গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র তথ্য বলছে, রানাপ্লাজা ধসের পরবর্তী বছরগুলোতে বছরে নতুন কারখানা চালুর গড় হার ৬ শতাংশের ওপরে। যা দুর্ঘটনার আগের বছরগুলোর চেয়েও বেশি; জানান সিপিডির ড. গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

আর বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমানের বিশ্বাস, সামনে নিশ্চিত সুদিন আসছে। শুধু নতুন কারখানায় বিনিয়োগেই নয়, কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিতেও এগিয়ে আছে বাংলাদেশ।