জুন থেকে টাইগারদের ব্যাস্ত সূচি

জুন থেকে বাংলাদেশের ব্যাস্ত সূচি, অনেকটায় নিশ্চিত হয়ে গেছে আফগানদের সাথে সিরিজ খেলার কথা। আগে বোর্ড ভেবেছিল যদি আফগানিস্তান বিশ্বকাপই না খেলে তাহলে তাদের সাথে সিরিজ খেলে তো কোন লাভ হবে না। তবে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে মোহাম্মদ নবীরা।

সবকিছু ঠিকঠাক থাকলে জুনের প্রথম সপ্তাহে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ভারত যাবে টাইগাররা। তারপরই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সেই সিরিজ গুঞ্জন শুনা যাচ্ছে সেই সিরিজে বিশ্রাম দেওয়া হবে দুইজন সিনিয়র প্লেয়ারকে।

শনিবার পরিচালক বিভাগের প্রধান আকরাম খাঁন:এটা আমরা ভাবছি, টিম সিলেকশন কমিটি এবং সবার সাথে আলোচনা করা হবে। তবে শুনা যাচ্ছে বিশ্রাম দিলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই দেওয়া হবে।যদি কোন দুইজনকে বিশ্রাম দেওয়া হয় তাহলে দলে সুযোগ পাবার সম্ভবনা আছে নতুনদের।

আকরাম খান আরো বলেছেন: দেখুন জুনের পর থেকেই আমাদের ব্যস্ত সময়,তারপর আমাদের অনেক সিরিজ আছে এবং বিপিএলও আছে।তা ছাড়াও বাংলাদেশ ‘এ’ দল এই বছর খেলবে তিনটা সিরিজ তিনটা সিরিজ।বাংলাদেশে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ও শ্রীলংকা ‘এ’ দল এবং আয়ারল্যান্ডের সাথে খেলতে বাংলাদেশ ‘এ’ দল উড়াল দিবে আয়ারল্যান্ডের পথে।