ঢাকার রাস্তায় নামবে বিদ্যুৎচালিত গাড়ি

কয়েক মাস পরই ঢাকার রাস্তায় নামবে বিদ্যুৎচালিত গাড়ি। পরিবেশবান্ধব এসব গাড়িতে ব্যাটারি চার্জ দেয়া যাবে সৌরবিদ্যূতের মাধ্যমে। এতে জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি কমবে পরিবেশ দূষণ। দেশে বর্তমানে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৩৩ লাখ। এর মধ্যে রাজধানীতে আছে প্রায় ১৩ লাখ। প্রতি বছর বাড়ছে দশভাগ।

গ্যাস ও ডিজেল চালিত এসব গাড়ির কারণে দূষিত হচ্ছে পরিবেশ। বিশ্বে অনেক আগে চালু হলেও দেশে প্রথমবারের মতো আসছে পরিবেশবান্ধব গাড়ি। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে এ গাড়ির প্রদর্শনী। বিদ্যুৎ চালিত এসব যাত্রীবাহী গাড়ি ও পিকআপ নিয়ে মানুষের কৌতুহলও বেশ।

চার চাকার ট্যাক্সিক্যাবে থাকবে সৌর প্যানেলের ব্যবস্থা। চীনের তৈরি ব্যাটারি চালিত ৬৫০ সিসির এ গাড়ি ৫-৬ ঘন্টা চার্জে চলবে ৩শ’ থেকে ৪শ’ কিলোমিটার। জুন থেকে পরিবেশবান্ধব ১০০টি গাড়ি দিয়ে বাণিজ্যিক যাত্রা শুরুর আশা করছে কর্তৃপক্ষ।