সচেতনতা বাড়াতে সোচ্চার বাংলাদেশ পুলিশ বাহিনী

আমাদের জন জীবনের জান মাল রক্ষার জন্য যারা দিন রাত এক করে পরিশ্রম করে যাচ্ছেন তারা হল বাংলাদেশ পুলিশ বাহিনী। তাদের সহযোগিতায় আমরা নিরাপদে রাস্তা ঘাটে চলাফেরা করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রে গুটি কয়েক পুলিশ সদস্যার অনৈতিক কর্মকাণ্ডের ফলে আঙ্গুল ওঠে গোটা পুলিশ বাহিনীর ওপর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন অনেক ভিডিও প্রকাশ হয় যেখানে সেই সমস্ত পুলিশ সদস্যার অনৈতিক কর্মকাণ্ড প্রকাশ করা হয়।

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ হয় যেখানে দেখা যায় সামাজিক সচেতনতা বাড়াতে এগিয়ে এসেছে একজন পুলিশ সদস্য। ভিডিওটিতে দেখা যায় অপ্রাপ্ত বয়স্ক একটি বালক যার এখনো ড্রাইভিং লাইসেন্স করারই বয়স হয়নি, তার হাতে ভাড়া গাড়ি চালাতে দেয়া হয়েছে এবং সেখানে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছে। যার ফলে যে কোন দুর্ঘটনা ঘটতে পারে।

সামাজিক সচেতনতা বাড়াতে পুলিশের এই সদস্য পুরো ঘটনাটির ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ করে যেন মানুষ সচেতন হতে পারে।

https://www.facebook.com/100007414938015/videos/2020803554843456/