রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে নিহত হেলপার

রাজধানীর ধানমন্ডিতে চলন্ত ট্রাক থেকে পড়ে মো. অাব্দুল শাকিল (১৮) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাকিল মোহাম্মাদপুরের রায়েরবাজার সাদেকখান এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার বাবার নাম মৃত মমতাজ আলী। ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে বালুবাহী ট্রাকের উপরে শুয়ে যাচ্ছিল শাকিল।

সে ওই ট্রাকের হেলপার। ধানমন্ডিতে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় এলে তার মাথায় পেছানো গামছাটি বাতাসে উড়ে পড়ে যাচ্ছিল। সে সময় গামছাটি ধরতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। সহকর্মীরা উদ্ধার করে হাসপাতাল নিলে চিকিৎসারত অবস্থায় মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।