ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণের দায়ে কিশোর গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে গোলাম রব্বানী (১৮) নামে এক কিশোরকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী অপহরণ মামলার আসামি হিসাবে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। রব্বানী উপজেলার আমজানখোর ইউনিয়নের চড়ুইগদি গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে।

স্কুলছাত্রী ও তার বাবা হাবিবুর রহমান জানান, বুধবার বিকালে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় মেরধাবস্তী নামক স্থানে রব্বানী ও তার দুজন বন্ধু একটি থ্রি-হুইলার (পাগলু) গাড়িতে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্কুলছাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন রব্বানীকে আটক করে। এ সময় পাগলু ড্রাইভার ও রব্বানীর দুই বন্ধু পলিয়ে যায়।

রত্নাই বগুলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দীন মোবাইল ফোনে বালিয়াডাঙ্গী থানায় খবর দিলে বালিয়াডাঙ্গী থানার এসআই গাজিউর রহমান স্কুলছাত্রী ও কিশোরকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসেন।