ওমরাহ পালনে সপরিবার নিয়ে ঢাকা ত্যাগ করলেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সপরিবারে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল ০৯.৫৫ মিনিটে ইকে- ৫৮৩ ফ্লাইটে জেদ্দার উদ্দেশে রওনা দেন শিরীন শারমিন চৌধুরী ও তার পরিবারের সদস্যরা।
বাংলাদেশ ছাড়ার সময় সংসদ সদস্যগণ, নিজ নির্বাচনী এলাকার জনগণ এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন স্পিকার। পবিত্র ওমরাহ পালন ও মদিনা জিয়ারত শেষে ২৬ মার্চ তার ঢাকায় ফেরার কথা।
তাকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
অন্যান্য আপডেট পেতে আমাদের সোশ্যাল মিডিয়ায় অনুসরণ করুন এবং ইমেইলের মাধ্যমে নিউজ লেটার পেতে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত পাঠিয়ে আমাদের সহায়তা করুন, আপনাদের পছন্দ এবং অপছন্দ সরাসরি জানিয়ে দিন [email protected]