উন্নয়নশীল দেশে উত্তরণকে স্মরনীয় করে রাখতে ৭০ টাকার স্মারক নোট

জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের প্রাথমিক স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, এ অর্জনের জন্য দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাই। আমরা সরকারে থেকে পথ প্রদর্শক হিসেবে পথ দেখিয়েছি।

জাতিসংঘ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি দেয়ায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবর্ধনা দেয়া হয় প্রধানমন্ত্রীকে। উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি পাওয়ায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে একটি স্মারক ডাক টিকিট ও ৭০ টাকার স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত সারাদেশে আনন্দ র্যালি করা হবে। এসব র্যালির মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরা হবে। এলডিসি থেকে উত্তরণে দেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সভাপতির বক্তব্যের আগে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়। এরপর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার জন্য জাতিসংঘের দেয়া সুপারিশপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে উন্নয়নশীল দেশে উত্তরণকে স্মরনীয় করে রাখতে এই স্মারক ডাক টিকিট ও ৭০ টাকার স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।