অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশি গ্রেফতার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে চার বাংলাদেশিকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন মহকুমা আদালত। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার বসিরহাট মহকুমার স্বরূপনগর বালতি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
স্বরূপনগরের বালতি এলাকায় বুধবার সন্ধ্যায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশের সন্দেহ হওয়ায় বসিরহাট মহকুমার থানার পুলিশ এ চার বাংলাদেশিকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা বলে, কাজের খোঁজ কলকাতা, দিল্লি যাবার উদ্দেশ্যে অনুপ্রবেশ করে। তাদের কাছে কোনো বৈধ নথিপত্রও ছিল না বলে জানায় পুলিশ।
সীমান্তে বিএসএফ-এর কঠোর নিরাপত্তা বেস্টনি থাকে। সেই বেস্টনি অতিক্রম করে কীভাবে এ চার বাংলাদেশি প্রবেশ করলো তাই নিয়ে চিন্তায় দেশটির পুলিশ প্রশাসন। আজ (বৃহস্পতিবার) দুপুরে ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বুধবার আটক করে কিন্তু বৃহস্পতিবারে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়।