সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ২৫ শে মার্চের গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শিবালয় সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে মুক্তিযোদ্ধাদের কন্ঠে ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্থানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করা হয়েছে।

বুধবার (২১শে মার্চ) দুপুরের দিকে কলেজ মিলনায়তনে  শিবালয় সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধক্ষ্য ড.বাসুদেব কুমার  শিকদারের সভাপতিত্বে এসময় ২৫ শে মার্চ   ভয়ানক সেই কালোরাত ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে  মৃত্যুর কাছ থেকে থেকে ফিরে আসা সেই সময়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা রেজাউর রহমান খান জানু, সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ রফিক খান, মুক্তিযুদ্ধ চলাকালীন ট্রেনিং কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন আহাদ, শিবালয় ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা  নুরুল ইসলাম প্রমুখ।

মোঃ সোহেল রানা, মানিকগঞ্জ প্রতিনিধি